ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কায়রোতে সকালে গুলি: বেশ কয়েকজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
কায়রোতে সকালে গুলি: বেশ কয়েকজন নিহত

কায়রো: মিশরে উত্তপ্ত হয়ে ওঠা চলমান সরকার বিরোধী আন্দোলনে বৃহস্পতিবার সকালে গুলির ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। খবর বিবিসি ও এএফপির।



একদিকে, সরকারবিরোধী বিক্ষোভকারীরা কায়রোর তাহরির স্কয়ারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

মিশরের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ সামিহ ফরিদ বলেন, বিক্ষোভকারী ও সরকার পক্ষের লোকজনের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার নতুন করে এ সংঘর্ষ শুরু হয়েছে।

তিনি রাষ্ট্রীয় টেলিভিশনকে আরও জানান, ‘বেশিরভাগ নিহতের ঘটনা ঘটেছে পাথর নিক্ষেপ, লোহা এবং লাঠির আঘাতে। তবে আজ সকালে গুলির ঘটনাও হয়েছে। হতাহতের মধ্যে ৮৩৬ জনকে হাসপাতালে নেওয়া হলে তার মধ্যে পাঁচ জনের মৃত্যু হয় এবং ৮৬ জন এখনও চিকিৎসাধীন রয়েছে। ’

কায়রোতে বিবিসির প্রতিবেদক বলেন, বিক্ষোভকারীদের একটি দল এখনও ব্যারিকেড সৃষ্টি করে রেখেছে। তারা এখনও যায়নি এবং সিদ্ধান্ত নিয়েছে যাবে না।

মিশরে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। জাতিসংঘের হিসাব মতে, এই সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৩০০ জনের বেশি নিহত হয়েছে।

এদিকে মোবারক গত মঙ্গলবার বলেছেন, তিনি সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে অংশ না নিলেও এখনই পদত্যাগ করছেন না।

বিক্ষোভকারীরা এখনো তাদের দাবির পক্ষে অনড় রয়েছেন। তাদের দাবি, প্রেসিডেন্ট মোবারককে এখনই পদত্যাগ করতে হবে। তবে মোবারক ঘোষণা দিয়েছেন, তিনি আগামী নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকতে চান এবং সে নির্বাচনে তিনি দাঁড়াবেন না।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।