ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সহিংস হামলায় ক্লিনটনের নিন্দা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ এএফপি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
মিশরে সহিংস হামলায় ক্লিনটনের নিন্দা

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিশরে বুধবার শুরু হওয়া রক্তাক্ত সংঘর্ষের তীব্র নিন্দা জানিয়েছেন। মিশরের ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমানকে তিনি এ কথা বলেন।

খবর এএফপির।

রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে বৃহস্পতিবার সকালে গুলির ঘটনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কিনটন বলেন ধারাবাহিক ও শান্তিপূর্ণভাবে চলে আসা বিক্ষোভে গুলি চালানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘মন্ত্রী (হিলারি) মিশরের সরকারের প্রতি বলেন, যারা এ সহিংস হামলার জন্য সরকারই দায়ী। ’

একইসঙ্গে কিনটন মিশরের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও জোরারোপ করেন। সেনাবাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভের মুখে পিছু সরে গেছে। গুলি না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।