ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোবারকের ক্ষমতা ছাড়ার আগে কোনো সংলাপ নয়: বিরোধী মোর্চা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
মোবারকের ক্ষমতা ছাড়ার আগে কোনো সংলাপ নয়: বিরোধী মোর্চা

কায়রো: মিশরের পরিবর্তনকামী জাতীয় মোর্চা (ন্যাশনাল কোয়ালিশন ফর চেঞ্জ) দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে সংলাপের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। এর আগে দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী আহমেদ শফিক জাতীয় সংলাপের আহ্বান করেন।



হোসনি মোবারক ক্ষমতা থেকে সরে না যাওয়া পর্যন্ত এ ধরনের কোনো সংলাপ হবে না বলে বৃহস্পতিবার জোট থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। মোর্চার মুখপাত্র মোহাম্মদ আবুল ঘার বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

আবুল ঘার বলেন, ‘আমাদের সিদ্ধান্ত খুব পরিষ্কার: মোবাকের পদত্যাগের আগে সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়। এরপরই কেবল আমরা ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। ’

শান্তিতে নোবেলজয়ী ভিন্নমতাবলম্বী মোহাম্মদ আলবারাদির নেতৃত্বে পরিবর্তনকামী এ জাতীয় মোর্চার আরও আছেন ক্ষমতাশীল মুসলিম ব্রাদারহুডের সদস্য, কেফায়া মুভমেন্ট এবং বিভিন্ন রাজনৈতিক দল।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।