ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কায়রো সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গেছে মোবারক সমর্থকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১

কায়রো: মিশরে বিক্ষোভকারীরা মোবারকের পদত্যাগ দাবি করায় তার সমর্থকরা কায়রোর তাহির স্কয়ারে সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ফেলেছে। সরকারপন্থীরা বৃহস্পতিবার পাথর ছুঁড়ে সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে ফেলে বলে বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানান।



সাময়িকভাবে নিরাপত্তা বেষ্টনি তুলে নেওয়ার পর এর দু’পাশ থেকে সরকার সমর্থক ও বিরোধীরা একে অপরকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। এসময় সেনাবাহিনী বিক্ষোভকারীদের সামনে এগিয়ে যেতে বাধা দেয়।

একসময় তারা বিকল্প হিসেবে রাস্তার পাশে নেমে আসে এবং সরকারপন্থীরা পেট্রোল বোমা ছোড়ে। এসময় বন্দুকের গুলির শব্দও শোনা যায়।

পরে সংঘর্ষে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।