ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুটিয়ে যাচ্ছে উন্নত দেশগুলোর মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১
মুটিয়ে যাচ্ছে উন্নত দেশগুলোর মানুষ

লন্ডন: বিশ্বের উচ্চ আয়ের দেশগুলোতে প্রাপ্তবয়স্ক ১০ ব্যক্তির মধ্যে অন্তত একজন মোটা বা স্থূলকায়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

খবর বিবিসির।

গবেষণাটি করতে গিয়ে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ ও হার্ভার্ডের গবেষকরা ১৯৮০ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্ত থেকে বডি মাস ইনডেক্স (বিএমআই), কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ বিষয়ক তথ্য বিশ্লেষণ করেন।

এতে দেখা যায়, অনেক উন্নত দেশে রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যা দেখা দিলেও মুটিয়ে যাওয়া একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। এতে আরও দেখা যায়, ইউরোপের মধ্যে যুক্তরাজ্য বিএমআই তালিকা অনুযায়ী ষষ্ঠ স্থানে আছে। এক্ষেত্রে যুক্তরাজ্যের নারীদের অবস্থান নবম।

২০০৮ সালে বিশ্বে পুরুষের মুটিয়ে যাওয়া হার ছিল ৯ দশমিক ৮ শতাংশ এবং নারীদের মধ্যে এ হার ছিল ১৩ দশমিক ৮ শতাংশ। এর সঙ্গে তুলনা করা যায় ১৯৮০ সালের স্থূলতার হার। সেসময় পুরুষ ও নারীর স্থূলতার হার ছিল যথাক্রমে ৪ দশমিক ৮ এবং ৭ দশমিক ৯ শতাংশ।  

ফলে ২৫ এর মধ্যে যার বিএমআই মান ১৮ দশমিক ৫ তাকে স্বাভাবিক, ২৫ এর উপর হলে তাকে ওজনবেশি এবং ৩০ এরও বেশি হলে তাকে অতি স্থূলকায় বলা যায়।  

এ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে গড় বিএমআই সবচেয়ে বেশি--৩৪ থেকে ৩৫। এটা দক্ষিণ-পূর্ব এশিয়া ও সাহারা মরুভূমিভুক্ত আফ্রিকার কয়েকটি দেশের তুলনায় ৭০ শতাংশ পর্যন্ত বেশি।

এছাড়া বিশেষত উচ্চ আয়ের দেশগুলোতে বিএমআই ক্রমে বেড়েই চলেছে। যার মধ্যে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।