ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বাস দুর্ঘটনায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১

বেইজিং: চীনের দণিক্ষাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানে শুক্রবার একটি যাত্রীবাহী মিনিবাসের দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।



স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানায়, বাসটিতে ২১ জন যাত্রী ছিলেন। একটি মোটরসাইকেলকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দিতে গিয়ে বাসটি পাশ্ববর্তী জলবিদ্যুৎ স্টেশনের জলাধারে গিয়ে পড়ে।

পুলিশ এবং উদ্ধারকর্মীরা ৯ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই জন নিখোঁজ রয়েছে।

বিশ্বে সড়ক দুঘর্টনায় নিহতের ঘটনায় চীন অন্যতম অবস্থানে রয়েছে। পুলিশের হিসাব অনুযায়ী, ২০০৯ সালে চীনে প্রতিদিন গড়ে ১৯০ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।