ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের ক্ষমতাসীন দল থেকে মোবারকের ছেলে সহ সব সদস্যের একযোগে পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
মিশরের ক্ষমতাসীন দল থেকে মোবারকের ছেলে সহ সব সদস্যের একযোগে পদত্যাগ

কায়রো: ‘মোবারক হটাও আন্দোলন’-এর ১৩ তম দিনে আরো একটু পিছু হটলেন মোবারক। হোসনি মোবারকের ছেলে জামাল সহ ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির(এনডিপি) নির্বাহী কমিটির সব সদস্য শনিবার একযোগে পদত্যাগ করেছেন।



মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সংষ্কারপন্থী হোসাম বাদরাওয়িকে দলের সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে। তিনি সদ্য পদত্যাগি সাফওয়াত আল শেরিফ এর স্থলাভিষিক্ত হয়েছেন।

বলা হয়, বাদরাওয়ির সঙ্গে বিরোধী দলগুলোর সুসম্পর্ক রয়েছে। একই সঙ্গে তিনি হোসনি মোবারকের ছেলে জামালের স্থলাভিষিক্ত হচ্ছেন। জামাল আগে দলের ৩০ সদস্য বিশিষ্ট রাজনৈতিক কমিটির প্রধান ছিলেন।

তবে যার বিরুদ্ধে আন্দোলন সেই প্রেসিডেন্ট হোসনি মোবারক এখনো দলটির প্রধান হিসেবে রয়ে গেছেন।

গত মাসের ২৫ তারিখ থেকে ৩০ বছর ধরে ক্ষমতাসীন হোসনি মোবারকের বিরুদ্ধে মিশর জুড়ে গণ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারী শান্ত করার জন্য হোসনি মোবারক একের পর এক নানা কৌশল নিচ্ছেন।

দলের নির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ তার ক্ষমতা ধরে রাখার সর্বশেষ কৌশল হিসেবে ধরে নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘন্টা, ০৬ ফেব্রুয়ারী, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।