ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উলফার সঙ্গে ভারত সরকারের সংলাপ শুরু ১০ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
উলফার সঙ্গে ভারত সরকারের সংলাপ শুরু ১০ ফেব্রুয়ারি

নয়াদিল্লি: ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী দল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম’র (উলফা) সঙ্গে কেন্দ্রীয় সরকারের বহু প্রতীক্ষিত আলোচনার প্রথম দফা শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি। স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই এতে সভাপতিত্ব করবেন।

তবে মূল আলোচনা শুরুর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম একটি সূচনা বৈঠকেও বসতে পারেন উলফা নেতাদের সঙ্গে।

কেন্দ্র সরকারের মুখপাত্র পিসি হালদার জানান, দিল্লিতে প্রস্তাবিত এ বৈঠকের প্রথম দফাটি হবে পরিচিতিমূলক। আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়ায় শুরুর আগে দুই পক্ষ একে অপরের মনোভাব জেনে নেওয়ার চেষ্টা করবেন।    

এটি নিতান্তই প্রস্তুতিমূলক বৈঠক। স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ প্রক্রিয়া শুরু হবে তবে স্বরাষ্ট্রমন্ত্রী সুযোগ পেলে একবার এসে উলফা নেতাদের সঙ্গে পরিচিত হয়ে যাবেন, বললেন পিসি হালদার।

উলফার পররাষ্ট্র বিষয়ক সম্পাদক শশধর চৌধুরী ইঙ্গিত দিয়েছেন আলোচনায় তাদের প্রধান দাবি ‘সার্বভৌমত্ব’ স্থান পাচ্ছে না। কারণ এবারে নিঃশর্ত আলোচনা করারই সিদ্ধান্ত তাদের।

উলফার পক্ষ থেকে চাওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী মনমোহন সিং ওই আলোচনায় উপস্থিত থাকুন। তবে প্রধানমন্ত্রীর সময় স্বল্পতার কারণে সে সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

পিসি হালদার জানালেন, দিল্লিতে উলফা নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তবে তা হবে সৌজন্য সাক্ষাৎ।

ধারণা করা হচ্ছে, উলফার সঙ্গে শান্তি আলোচনা আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় বিধান সভার নির্বাচনে ভারতীয় কংগ্রেস পার্টির জন্য বড় ধরনের সাফল্য বয়ে আনতে পারে।

তবে শান্তি আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় রয়েছে বিভিন্ন মহলে। উলফা’র সামরিক প্রধান পরেশ বড়–য়া শুরু থেকে কোনো ধরনের সংলাপের বিরোধিতা করে আসছেন। তার বক্তব্য উলফার প্রধান দাবি ‘সার্বভৌমত্ব’ নিয়ে আলোচনা না হলে কোনো সংলাপই প্রয়োজন নেই।

ধারণা করা হচ্ছে, বড়ুয়া মিয়ানমারে পলাতক রযেছেন। সেখানে তার নেতৃত্বে চলছে উলফা সদস্যদের সামরিক প্রশিক্ষণ।       
সূত্র: এশিয়ান এজ ও সাইফাই।

বাংলাদেশ সময়: ১১৩০ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।