ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে প্রধানমন্ত্রী হিসেবে খানালের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
নেপালে প্রধানমন্ত্রী হিসেবে খানালের শপথ গ্রহণ

কাঠমাণ্ডু: নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে রোববার শপথ নিয়েছেন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল। এর মধ্য দিয়ে হিমালয়ের অশান্ত এ দেশটিতে সাত মাসের নেতৃত্ব শূন্য অবস্থার অবসান হলো।



নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদবের কার্যালয়ে ইউনাইটেড মার্ক্সিস্ট লেনিনিস্ট (ইউএমএল) দলের চেয়ারম্যান খানাল শপথ নেন।

এ সময় তিনি বলেন, ‘আমি আমার দায়িত্ব পালনে দেশ ও জাতির প্রতি সৎ ও বিশ্বস্ত থাকব। ’

বৃহস্পতিবার মাওবাদীদের শেষ মুহূর্তের সমর্থনে খানালের জয় নিশ্চিত হয়। এর আগে সরকার গঠনের জন্য দেশটির ১৬ বারের প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজনৈতিক এ অচলাবস্থা নিরসনেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে খানালকে সমর্থন দেওয়া হয়েছে বলে মাওবাদী দলের নেতা পুষ্প কমল দহল বা প্রচ- জানান। তবে দেশটির দ্বিতীয় বৃহৎ দল নেপালি কংগ্রেস বিরোধী অবস্থানে থাকার সিদ্ধান্ত জানিয়েছে।

আগামী মে মাসের মধ্যে নেপালের নতুন সংবিধান তৈরি হওয়ার দিন ধার্য হয়। কিন্তু দলগুলোর মধ্যে বিদ্যমান মতভেদের কারণে নির্দিষ্ট সময়ে তা সম্পন্ন হওয়ার বিষয়ে অনিশ্চিয়তা আছে।    

নতুন প্রধানমন্ত্রী হিসেবে খানালের মূল কাজ ১৯ হাজার মাওবাদী যোদ্ধার অঙ্গীভূতকরণ ও পুনর্বাসন নিশ্চিত করা। দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে দশকব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের পর ২০০৬ সালে এর অবসান হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।