ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মস্তিষ্কের সংকোচন কি আমাদের আরও বুদ্ধিমান করে তুলছে?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
মস্তিষ্কের সংকোচন কি আমাদের আরও বুদ্ধিমান করে তুলছে?

ওয়াশিংটন: সংকুচিত হয়ে আসছে মানুষের মস্তিষ্ক। কিন্তু রাতারাতি এটা হয়ে গেছে তা ভাবার কোনো কারণ নেই ।

কারণ প্রায় ৩০ হাজার বছরের দীর্ঘ এক প্রক্রিয়ার মধ্য দিয়েই রূপান্তর ঘটছে মস্তিষ্কের।  

কিন্তু এর ফলে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী দিন দিন বোকা হয়ে যাচ্ছে এমনটি ভাবারও কোনো কারণ নেই। কেননা আমাদের মস্তিষ্ক যত সংকুটিত হচ্ছে ততই তা আরও কার্যকরী হচ্ছে বলেই মত দিয়েছেন দ্বিধান্বিত বিজ্ঞানীরা।  

এ পর্যন্ত হোমো সেপিয়ান্স নামের আধুনিক যুগের মানুষের মস্তিষ্কের ১০ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়েছে। অর্থাৎ তা ১৫০০ ঘন সেন্টিমিটার থেকে কমে ১৩৫৯ ঘন সেন্টিমিটারে পরিণত হয়েছে এবং বর্তমানে একটি টেনিস বলের আকার ধারণ করেছে বলে জানা যায়।

এক্ষেত্রে সাধারণত পুরুষদের মস্তিষ্কের তুলনায় গড়ে ছোট নারীদের মস্তিষ্কের সংকোচন মাত্রা বেশি বলেও জানা যায়। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়াতে পাওয়া খুলি পরীক্ষা নিরীক্ষা করে এ পরিমাপ জানা গেছে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের জন হকস ডিসকভার ম্যাগাজিনকে বলেন, ‘বিবর্তন প্রক্রিয়ার ক্ষেত্রে খুব দ্রুতই মানুষের মস্তিষ্কের সংকোচন ঘটে গেছে বলা যায়। ’  

তবে মস্তিষ্কের আকার যাই হোক না কেন, মানুষের শারীরিক আকার-আকৃতি নিয়ন্ত্রণে মস্তিষ্কের প্রায় পুরোটাই আমাদের ব্যবহার করতে হয় বলে অন্যান্য নৃতাত্ত্বিকরা উল্লেখ করেন।

অজ্ঞাত কারণে প্রায় ৩০ শতাব্দী পূর্বে নিশ্চিহ্ণ হয়ে যাওয়া আধুনিক মানুষের নিকটয়াত্মীয় নিয়ানডার্থালদের ম¯িতষ্ক বর্তমান যুগের মানুষের তুলনায় অনেক বেশি বড় ছিলো।

বৈরী পরিবেশে টিকে থাকার জন্য মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের এই পরিবর্তন প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন মিসৌরি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ডেভিড গিয়েরি।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।