ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার জুতার শিকার পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
এবার জুতার শিকার পারভেজ মোশাররফ

লন্ডন: বক্তৃতা দেওয়ার সময় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের উদ্দেশে রোববার এক ব্যক্তি জুতা ছুড়ে মেরেছেন। তবে জুতাটি তাকে স্পর্শ করেনি।

খবর এএফপির।

জিও নিউজ জানিয়েছে, জুতাটি মঞ্চের সামনের সারিতে গিয়ে পড়ে। তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা ওই জুতা নিক্ষেপকারীকে আটক করে ভেন্যুর বাইরে নিয়ে যায়।

পারভেজ মোশাররফ ১৯৯৯ সালে একটি রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতায় আসেন এবং ২০০৮-এ ক্ষমতাচ্যুত হয়ে পাকিস্তান ত্যাগ করেন। তিনি এখন লন্ডনে বসবাস করেন।

এ ঘটনায় আটক ওই ব্যক্তি আফিয়া সিদ্দিকি নামে নারীর পক্ষে সেøাগান দিচ্ছিলেন। আফিয়া এখন যুক্তরাষ্ট্রের কারাগারে রয়েছে। আফগানিস্তানে মার্কিন চাকরিজীবীকে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরাকি সাংবাদিক মুনতাজার আল জাইদির সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করার মধ্য দিয়ে তা প্রতিবাদের একটি ধরন হিসেবে দাঁড়িয়ে যায়।

এর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।