ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাই হামলা: কাসাবের মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ২১ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
মুম্বাই হামলা: কাসাবের মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ২১ ফেব্রুয়ারি

মুম্বাই: ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত মোহাম্মাদ আজমল কাসাবের এ সংক্রান্ত রায় ঘোষণা করা হবে আগামী ২১ ফেব্রুয়ারি। বোম্বের হাই কোর্ট সোমবার এই ঘোষণা দেয়।



রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী উজ্জ্বল নিকাম বলেন, গত বছর এক নিম্ন আদালত কাসাবের মৃত্যুদণ্ডাদেশ দেন। এরই প্রেক্ষিতে উচ্চ আদালত আগামী ২১ ফেব্রুয়ারি কাসাবের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করবে।

এদিকে, কাসাবের আইনজীবী ফারহানা শাহ বলেন, উচ্চ আদালত একই দিনে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কাসাবের আপিলের বিষয়েও সিদ্ধান্ত নেবেন।

দীর্ঘ তিন সপ্তাহ শুনানি এবং আগের তথ্যাদির আলোকে সোমবার বোম্বে হাই কোর্ট এই ঘোষণা দেন।

এই মামলার সর্বশেষ শুনানিতে কাসাবের সশরীরে আদালতে হাজির হওয়ার আবেদন নাকচ করে দেওয়া হলে কাসাব এই রায় প্রত্যাখান করেন।  

এদিকে, কারাগার থেকে কাসাবকে আদালতে স্থানান্তর করার সময় নিরাপত্তার কথা ভেবে তাকে সরাসরি আদালতে হাজির করা হয়নি। এর পরিবর্তে হাই কোর্টের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আর্থার রোড কেন্দ্রীয় কারাগারের মধ্যে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা হয়।

প্রথম দিকের একটি শুনানিতে কাসাব সহিংস আচরণ করে এবং এক পর্যায়ে ভিডিও ক্যামেরা ভাঙার চেষ্টা করে। এছাড়া তিনি মৃত্যুদ- প্রত্যাখ্যান করা ছাড়াও তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর দাবি করেন।

উল্লেখ্য, ২০০৮ এর ২৬ নভেম্বরে কাসাব এবং আরও নয়জন পাকিস্তানি দণি মুম্বাইয়ে ছত্রপতি রেলস্টেশন, হোটেল তাজমহল এবং হোটেল টাওয়ারসহ বেশ কটি জায়গাকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালায়। ৬০ ঘণ্টার এই হামলায় অনেক বিদেশিসহ ১৬৬ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ঘণ্টা, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।