ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ সুদান: নির্বাচনী ফলাফলে পৃথক রাষ্ট্রের সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১
দক্ষিণ সুদান: নির্বাচনী ফলাফলে পৃথক রাষ্ট্রের সম্মতি

নাইরোবি: দক্ষিণ সুদান নামের বিশ্বের নতুনতম দেশটির উন্মেষ ঘটতে এখন আর কোনো বাধা থাকল না, কিছু আনুষ্ঠানিকতা ছাড়া। সোমবার গণভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার পর দক্ষিণ সুদান এখন সুদান থেকে পৃথক রাষ্ট্র।

সুদানের কর্তৃপক্ষ সোমবার এ ভোটের ফলাফল প্রকাশ করে।    

এদিকে, সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির জানান, তিনি দক্ষিণ সুদানকে একটি পৃথক রাষ্ট্র করার সিদ্ধান্ত মেনে নিয়েছেন।  
আশা করা হচ্ছে, আগামী ১২ জুলাই দক্ষিণ সুদান স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক

দণি সুদানের গণভোট কমিশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে এই ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এখানে বলা হয়, ৪০ লাখ ভোটারের মধ্যে ৯৮ দশমিক ৮৩ শতাংশই দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে ভোট দেয়।

এই ঘোষণার আগে রাষ্ট্রীয় টেলিভিশনে আল-বশিরের বক্তৃতার উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানায়, ‘আজ আমরা ভোটের ফলাফল পেয়েছি। আমরা একে আনন্দের সঙ্গে গ্রহণ করছি কারণ এই ফলাফল দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশাকেই প্রতিফলিত করছে। ’

মুসলিম অধ্যুষিত উত্তর সুদান এবং খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ সুদানের মধ্যে দীর্ঘ কয়েক দশক (১৯৮৩-২০০৫) ধরে গৃহযুদ্ধ চলে। যুদ্ধে দশ লাখেরও বেশি নিহত এবং ৪০ লাখের মতো মানুষ গৃহহীন হয়। দীর্ঘ এই গৃহযুদ্ধের সমাপ্তি টানতে ২০০৫ সালে শান্তি চুক্তি করা হয়। শান্তি চুক্তি অনুযায়ি চলতি বছরের জানুয়ারি দক্ষিণ সুদানকে একটি পৃথক রাষ্ট্র করার জন্য গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোট মূলত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও ভোট চলাকালীন সময়ে উত্তর এবং দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা অ্যাবিয়ের আদিবাসীদের মধ্যে সংঘর্ষে ৭০ জনেরও বেশি নিহত হয়।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।