ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর: শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১
মিশর: শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছে সরকার

কায়রো: শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে মিশরের সরকার স্বচ্ছ পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে দুটি কমিটি গঠনেরও চিন্তাভাবনা করা হচ্ছে।

খবর বিবিসির।

এর আগে সরকার বিরোধী বিক্ষোভকারীরা মঙ্গলবার নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন। তাদের একই দাবি, ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা মোবারককে পদত্যাগ করতে হবে।

ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমান জানান, প্রেসিডেন্ট সংলাপ ও জাতীয় সমঝোতার আহ্বান জানিয়েছেন। তবে সরকারের তরফ থেকে যে কোনো পদক্ষেপের বিরোধী বিক্ষোভকারীরা এতেও সন্দেহমুক্ত হতে পারছেন না বলে জানা গেছে।

রোববার রাতে বেশ কয়েকশ লোক তাহরির স্কয়ারের প্রবেশ পথে জড়ো হয়েছে। সরকারের বিভিন্ন আশাব্যঞ্জক আহ্বানের পরও তারা তাদের দৃঢ় অবস্থান থেকে একটুও সরেনি।

বিক্ষোভে অংশ নেওয়া মরিয়ম নামের এক নারী দৃঢ়তার সঙ্গে বললেন, ‘তারা (সরকার) কি প্রতিশ্রুতি দিচ্ছে আমরা তাতে পরোয়া করি না। আমাদের দাবি: মোবারককে দেশ ছাড়তে হবে। ’

মরিয়মের দাঁড়িয়ে থাকা আরেকজন বলছেন, সরকার দীর্ঘদিন ধরে তরুণ সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গীকে অগ্রাহ্য করে আসছে। তিনি বলেন, ‘আমার বয়স এখন ৫৫। আমি এ প্রেসিডেন্টকে ৩০ বছর সহ্য করেছি। আর এই তরুণ প্রজন্ম আমার চেয়ে বেশি সাহসী। তারাই আমাদের উদ্দীপনা দিয়েছে। ’

সুলেইমান বলছেন, প্রেসিডেন্ট এ প্রক্রিয়া চালিয়ে যেতে চান। ক্ষমতার শান্তিপূর্ণ ও সংগঠিত পরিষ্কার পরিকল্পনার নির্দেশনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, একটি কমিটি কাজ করবে সংবিধান ও প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্দেশ্যে। আরেকটি কমিটি জাতীয় সংলাপের মধ্য দিয়ে যেসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো বাস্তবায়নে কাজ করবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।