ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বিদেশি নাগরিক বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।



প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া না গেলেও নিহতদের তিনজন বিদেশি ‘পরামর্শক’ বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।

এর আগে গত ১৭ জুলাই কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিরা। ওই সময় আফগান পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জঙ্গি নিহত হয়। আহত হয় এক পুলিশ সদস্য।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।