ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আমি, আমার, আমাকে ভরা ওবামার বক্তৃতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
আমি, আমার, আমাকে ভরা ওবামার বক্তৃতা

আমিত্ব ভর করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কণ্ঠে। গত বৃহস্পতিবার একটি ৪০ মিনিটের বক্তৃতায় ১৯৯ বার তার মুখে উচ্চারিত হচ্ছিলো আমি, আমাকে কিংবা আমার শব্দগুলো।

প্রতি ১২ সেকেন্ডে একবার উচ্চারণ করছিলেন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার।

নীতিগত যেসব সিদ্ধান্ত তাকে একতরফাভাবে গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়েছে সেসব বিষয়ই তুলে ধরছিলেন প্রেসিডেন্ট ওবামা। সাংবিধানিক বা স্বাভাবিক পদ্ধতিতে কংগ্রেসে পাস হয়ে যে কাজগুলো হতে পারতো, কিন্তু হয়নি সেগুলোই উঠে আসে এই বক্তৃতায়।

টেক্সাসের অস্টিনে দেওয়া ওই ভাষণে ওবামা বলেন, কাজগুলো আমাকে একাই করতে হয়েছে।

পরে বক্তৃতার ট্রান্সক্রিপ্ট হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

বক্তৃতা শুনতে সমবেত মানুষগুলোর উদ্দেশ্যে বারাক ওবামা বলেন, ‘আমি এখন সত্যি কথাটিই বলছি, আমি আর নির্বাচন করছি না... আর আমি আপনাদের নিশ্চিত করতে চাই... আমি স্রেফ দলপন্থি কোনো মানুষ নই।

যুক্তরাষ্ট্রে তার প্রিয় প্রেসিডেন্ট হিসেবে আব্রাহাম লিঙ্কনের নাম উল্লেখ করেন বারাক ওবামা। এরপর মহান রিপাবলিকান প্রেসিডেন্টদের একটি বড় তালিকা তুলে ধরেন যাদের মধ্যে রিচার্ড নিক্সনও রয়েছেন।

আমরা প্রিয় প্রেসিডেন্ট হচ্ছেন প্রথম রিপাবলিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, বলেন ওবামা। তিনি বলেন, আপনারা আমাদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, আমাদের মহান সব রিপাবলিকান প্রেসিডেন্ট ছিলেন, যেমন টেডি রুজভেল্ট যিনি ন্যাশনাল পার্ক পদ্ধতি শুরু করেছিলেন, আইশেনহাওয়ার ইন্টারস্টেট হাইওয়ে চালু করেছিলেন, রিচার্ড নিক্সন ইপিএ পদ্ধতির প্রচলন করেছিলেন।

অস্টিন প্যারামাউন্ট থিয়েটারে ৪০ মিনিটের ওই বক্তৃতায় ছিলো ৫ হাজার ৫০০ শব্দ। যার ১৯৯ টি শব্দই ছিলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে।

অন্যদিকে, প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতাটি ছিলো মাত্র ২৭২ শব্দের। যার মধ্যে একটি বারের জন্যও ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ব্যবহার ছিলো না।

বারাক ওবামার এই বক্তৃতায় প্রতি ১২ সেকেন্ডে একবার এসেছে আমি, আমার কিংবা আমাকে। এই হার বজায় রেখে আর যদি ১৫ মিনিট বেশি বক্তব্য রাখতেন তাহলে বারাক ওবামা কেবল ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার শব্দের ব্যবহার হয়ে যেতো ২৭২টি। যা হতো আব্রাহাম লিঙ্কনের গোটা গেটিসবার্গ বক্তৃতাটির সমান।

বাংলাদেশ সময় ১১২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।