ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
ভারতে পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ কলকাতার রাজভবন

ঢাকা: বিজেপির জেষ্ঠ্য পাঁচ নেতাকে ভারতের পাঁচ রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে নতুন রাজ্যপালদের নাম ঘোষণা করা হয়।



নতুন নিয়োগ পাওয়া পাঁচ রাজ্যপাল হলেন- উত্তর প্রদেশে বিজেপি নেতা ও সাবেক মন্ত্রী রাম নায়েক, পশ্চিমবঙ্গে কেশরী নাথ ত্রিপাঠী, দিল্লির বিজেপি নেতা ওম প্রকাশ কোহলিকে গুজরাটে, চত্রিশগড়ে বলারামজি দাশ টান্ডন এবং নাগাল্যান্ডে পদ্মানব আচার্য্য।

এর মধ্যে পদ্মানব আচার্য্য ত্রিপুরাতেও ভ‍ারপ্রাপ্ত হিসেবে অতিরিক্ত রাজ্যপালের দায়িত্ব পালন করছেন।

নরেন্দ্র মোদীর সরকার গঠনের পর ওই পাঁচ রাজ্যের রাজ্যপালরা পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।