ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে নতুন করে সংঘর্ষ, নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
মালিতে নতুন করে সংঘর্ষ, নিহত ৩৭ ছবি: সংগৃহীত

ঢাকা: আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র মালিতে নতুন করে সংঘর্ষে ৩৭ জন নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটির উত্তরাঞ্চলে সংঘাত নিরসনে আন্তর্জাতিক মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরুর পূর্বমুহূর্তে নতুন করে এ সংঘর্ষের খবর পাওয়া গেলো।



মালির সেনা সূত্র রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায় উত্তরাঞ্চলীয় গাও ও কিদাল নগরীর মধ্যবর্তী মরু অঞ্চলে দেশটির প্রধান তুয়ারেগ বিদ্রোহী গ্রুপ ন্যাশনাল মুভমেন্ট ফর দি লিবারেশন অব আজওয়াদ (এমএনএলএ) এবং আরব মুভমেন্ট অব আজওয়াদ (এমএএ) এর মধ্যে এ লড়াই বাঁধে।

এদিকে এমএনএলএ মুখপাত্র মোহাম্মদ আগ আত্তায়া সংঘর্ষের ঘটনায় মালির সেনাবাহিনীকে দায়ী করে বলেছেন, এই লড়াইয়ে ৩৫ জন মালিয়ান সেনা ও অন্যান্য সরকার সমর্থক মিলিশিয়া নিহত হয়েছেন। সরকারি বাহিনীর বিরুদ্ধে প্রথম হামলা চালানোর অভিযোগ করেন তিনি।

বুধবার প্রতিবেশী আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে মালির সরকার ও দেশটির বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে আন্তর্জাতিক মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।