ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নারীদের বিশপ হওয়ার অনুমতি দিলো চার্চ অব ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪
নারীদের বিশপ হওয়ার অনুমতি দিলো চার্চ অব ইংল্যান্ড

ঢাকা: ইতিহাসে প্রথমবারের মত নারীদের বিশপ হওয়ার অনুমোদন দিলো চার্চ অব ইংল্যান্ড।  

সোমবার জেনারেল সিনোড নামে অভিহিত চার্চ অব ইংল্যান্ডের সাধারণ যাজক পরিষদ দুই তৃতীয়াংশ ভোটে প্রস্তাবটির পক্ষে সায় দেয়।

পক্ষে পড়ে ৩৫১টি ভোট, বিপক্ষে পড়ে ৭২ ভোট। ১০ জন অনুপস্থিত ছিলেন।

ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় ইয়র্ক শহরে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
 
চার্চ অব ইংল্যান্ডের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ক্যান্টারবুরির আর্চ বিশপ জাস্টিন ওয়েলবি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

এছাড়া ক্যান্টারবুরির সাবেক আর্চবিশপ ড. রোয়ান উইলিয়ামসও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

চার্চ অব ইংল্যান্ডের অনুমোদনের পর এটি যাবে ব্রিটিশ পার্লামেন্টে। চূড়ান্ত অনুমোদন পেতে প্রস্তাবটিকে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদন হতে হবে।
 
এর আগে ২০১২ সালেও জেনারেল সিনোডে এ ব্যাপারে একবার ভোটাভুটি হয়। তবে সেখানে প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আটকে যায় প্রস্তাবটি।

জেনারেল সিনোডের তিনটি পরিষদের মধ্যে হাউজ অব বিশপ এবং হাউজ অব ক্লারগি এর পক্ষে থাকলেও বিরোধিতা করে হাউজ অব লেইটি।

তবে এবার হাউজ অব লেইটিতে এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৫২টি। বিপক্ষে পড়ে ৪৫টি। ৫ জন অনুপস্থিত থাকেন।

এছাড়া হাউজ অব বিশপে পক্ষে ভোট পড়ে ৩৭টি। দুই জন এর বিরুদ্ধে ভোট দেন, তিনজন অনুপস্থিত ছিলেন। হাউজ অব ক্লারগিতে পক্ষে ভোট পড়ে ১৬২টি, বিরুদ্ধে পড়ে ২৫টি, চারজন অনুপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।