ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যদি প্লেনটি হারিয়ে যেতো...

সত্যিই হয়ে গেলো ডাচ তরুণের ফেসবুক পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
সত্যিই হয়ে গেলো ডাচ তরুণের ফেসবুক পোস্ট সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ায় যাচ্ছিলেন বেড়াতে। উড়োজাহাজে চেপে বসার আগে একটি ছবি তুলে স্ট্যাটাস দিলেন, ‘যদি প্লেনটি হারিয়ে যেতো...তবে কেমন লাগতো?’

স্ট্যাটাসটি যখন দিচ্ছিলেন তখন কি আমস্টারডামের ভালেন্ডামের বাসিন্দা কোর প্যান নামে ওই তরুণ ভাবছিলেন, প্লেনটি চিরজনমের জন্য হারিয়ে যেতে যাচ্ছে...খুঁজে না পাওয়ার দেশে হারিয়ে যাচ্ছেন তিনিও!

বৃহস্পতিবার ইউক্রেন-রুশ সীমান্তে মালয়েশিয়ার এয়ারলাইন্সের এমএইচ১৭ নামের ফ্লাইটি ২৯৮ আরোহীসহ ভূপাতিত হয়।

এতে উড়োজাহাজটিতে থাকা ২৮৩ যাত্রী ও ১৫ জন ক্রু’র সবাই নিহত হন।

সংবাদ মাধ্যমগুলো জানায়, ভূপাতিত হওয়া ওই উড়োজাহাজে চেপে বসার আগে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটের নিখোঁজ হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে এমন নির্মম রসিকতা করেছিলেন প্যান। তবে, তার এ রসিকতার নিষ্ঠুর প্রতিক্রিয়া জানালো প্রকৃতি।

পরে প্যানের ফেসবুকের কমেন্টগুলো থেকে জানা যায়, এমএইচ১৭ ফ্লাইটে চড়ে মালয়েশিয়ার সমুদ্র সৈকতে প্রমোদ ভ্রমণে যাচ্ছিলেন তিনি। দুর্ভাগ্যবশতঃ তার ফেসবুক পোস্টই সত্য হয়ে গেল। চিরতরে হারিয়ে গেলেন প্যান।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা পর্যন্ত তার এ শেষ ফেসবুক পোস্টের শেয়ার হয় প্রায় ১৬ হাজার ২০০।

ফেসবুক বন্ধু অ্যালিসিয়ে দে বোয়ের স্ট্যাটাসটির কমেন্টে লেখেন, এটা কখনই সত্য হতে পারে না।

এছাড়া, পেট্রা ব্লিকার নামে আরেক বন্ধু প্যান ও তার বান্ধবী নিলজে তোল’র একটি ছবি পোস্ট করেন কমেন্টে। তবে, বান্ধবী প্যানের সঙ্গে ফ্লাইটে ছিলেন কিনা জানা যায়নি।

এই বিদায়ী ফেসবুক পোস্টেরও আগে প্যান আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি যেন কার উদ্দেশে বলেছিলেন, ‘আরও ক’দিন অপেক্ষায়...!’

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।