ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্ঘটনাকবলিত দুই প্লেনেই ওঠার কথা ছিল তার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
দুর্ঘটনাকবলিত দুই প্লেনেই ওঠার কথা ছিল তার!

ঢাকা: সম্ভবত তিনি‌‌ই এখন প্রকৃতির প্রতি সবচেয়ে কৃতজ্ঞ মানুষ। নেদারল্যান্ডসের সাইক্লিস্ট মার্টিন ডে সংয়ের কথা বলা হচ্ছে।

নিখোঁজ এবং ভূপাতিত মালয়েশিয়ান এয়ারলাইন্সের দু’টি উড়োজাহাজেরই যাত্রী হওয়ার কথা ছিল তার, তবে বিস্ময়করভাবে শেষ মুহূর্তে অনিবার্য কারণে দু’টি ফ্লাইটই পরিবর্তন করে দুইবারের জন্য নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে যান তিনি।

মার্টিনের ব্যক্তিগত ওয়েবসাইট ও ‍টুইটার অ্যাকাউন্টের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রভাবশালী সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা দিয়ে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৭০ উড়োজাহাজের টিকিট বুক করেছিলেন মার্টিন। একেবারে শেষ মুহূর্তে ফ্লাইট পরিবর্তন করে বেঁচে যান।

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো ১৭ জুলাই। এদিন একই এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইটে চেপে আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল মার্টিনের। কিন্তু ঘণ্টাখানেক আগেই সিদ্ধান্ত পরিবর্তন করে বিস্ময়করভাবে বেঁচে যান এই সাইক্লিস্ট।

এমএইচ১৭ ফ্লাইটটি ভূপাতিত হয়ে ২৯৮ আরোহীর সবাই নিহত হওয়ার খবর জানার পর নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে মার্টিন লেখেন, ‘আমি কি আজও থেকে গেলাম? তারপর...!’

এই ঘটনা নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশ করার পর অনেকে মার্টিনকে শুভ কামনা ও আশীর্বাদ জানিয়েছেন। তবে, দুই উড়োজাহাজেরই নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

মার্টিন বলেন, প্রথমবার আরও কয়েকজনের মতো ফ্লাইট পরিবর্তন করে বেঁচে যাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলাম। কিন্তু দ্বিতীয়বার যা ঘটলো সেটা আমাকে এখনও ঘোরের মধ্যে রেখেছে? কেউ কি আমায় নিশ্চিত করে পারে আমি সত্যিই থেকে গেছি কিনা...?

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।