ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূপাতিত উড়োজাহাজের ব্ল্যাক বক্স হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
ভূপাতিত উড়োজাহাজের ব্ল্যাক বক্স হস্তান্তর

ঢাকা: অবশেষে মালয়েশীয় বিশেষজ্ঞদের কাছে ‘ভূপাতিত’ উড়োজাহাজের ব্ল্যাক বক্স হস্তান্তর করেছেন পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা।

মালয়েশিয়া কর্মকর্তাদের উপস্থিতিতে দোনেৎস্কে বিদ্রোহীদের এক জ্যেষ্ঠ নেতা অক্ষত অবস্থায় ব্ল্যাক বক্স দু’টি হস্তান্তর করেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়।



পূর্ব ইউক্রেনে মালয়েশীয় উড়োজাহাজ ‘ভূপাতিত’ হওয়ার ঘটনাস্থলে আন্তর্জাতিক তদন্তকারী সদস্যদের যাতায়াত নিশ্চিত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে এক প্রস্তাব পাস হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ব্ল্যাক বক্স দু’টি হস্তান্তর করেন বিদ্রোহীরা।

এখন ব্ল্যাকবক্সের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত সময়, উড়োজাহাজটি কত উচ্চতায় ছিল এবং এর প্রকৃত অবস্থান সম্পর্কে জানা যাবে। যা থেকে দুর্ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

গত ১৭ জুলাই রাতে ইউক্রেনের রাশিয়া লাগোয়া সীমান্তে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১৭ নামে একটি যাত্রীবাহী উড়োজাহাজকে ‘ভূপাতিত’ করা হয়। এতে উড়োজাহাজে থাকা ২৯৮ আরোহীর সবাই নিহত হন।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।