ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ ছবি : সংগৃহীত

ঢাকা: ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংসতায় ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩। মঙ্গলবার এ রক্তক্ষয়ী যুদ্ধের ১৫তম দিন।



জাতিসংঘের তথ্যমতে, নিহতদের মধ্যে ৭০ থেকে ৮০ ভাগ সাধারণ মানুষ। এদের মধ্যে শিশুর সংখ্যা কমপক্ষে ১২০ জন।

খবর জি নিউজের।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করতে সোমবার কায়রো পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বারাক ওবামা প্রশাসনের পক্ষ থেকে তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওবামা বলেন, চলমান যুদ্ধবন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি এখন আন্তর্জাতিক গোষ্ঠীসহ আমাদের দাবি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই সপ্তাহে ৫৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই শিশুসহ সাধারণ মানুষ। প্রায় এক লাখেরও বেশি গাজাবাসী ঘরছাড়া।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।