ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

চীনের ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, জুলাই ২২, ২০১৪
চীনের ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

ঢাকা: চীনে ঘূর্ণিঝড় রাম্মাসুনের আঘাতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, গত চার দশকে এটি সবথেকে শক্তিশালী ঘূর্ণিঝড়।

এতে হাইনানের দক্ষিণ উপকূলীয় রাজ্য, গুয়াংডং, ইউন্নানসহ গুয়াংজি ঝুয়াং এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সিনহুয়া আরও জানায়, ঘূর্ণিঝড়ে হাইনান দ্বীপে কমপক্ষে ১৯ জন, গুয়াংশি অঞ্চলে ৯ জন ও প্রতিবেশী ইউন্নান অঞ্চলে ১৮ জন প্রাণ হারিয়েছেন।

প্রায় ৬ লাখ ৮ হাজার মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ২ লাখ ৪০ হাজার মানুষের প্রয়োজনীয় ব্যবস্থাদি দরকার বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

শুক্রবার ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চীনের দক্ষিণাংশে আঘাত হানে ঘূর্ণিঝড় রাম্মাসুন৷

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ