ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জোকো উইদোদোই হচ্ছেন ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
জোকো উইদোদোই হচ্ছেন ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট

ঢাকা: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রাজধানী জাকার্তার জনপ্রিয় গভর্নর জোকো উইদোদো বিজয়ী হয়েছেন।

যদিও দেশটির নির্বাচন কমিশন এখনও নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

তবে দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে জোকো উইদোদো ৫৩ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর প্রবাউ সুবিয়ান্তো পেয়েছেন ৪৬ দশমিক ৮৫ শতাংশ ভোট।

তবে জালিয়াতির অভিযোগে ইতোমধ্যেই এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন তিনি।

জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে ইতোমধ্যেই উইদোদোর সমর্থকরা আনন্দ উৎসব শুরু করে দিয়েছেন।

ইন্দোনেশিয়ার তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় উইদোদো দেশটির খেটে খাওয়া মানুষের প্রতিভূ। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ‍সুবিয়ান্তো একজন সাবেক জেনারেল। দেশের অভিজাত সমাজ, সামরিক ও ধনী ব্যবসায়ী গোষ্ঠী তাকে সমর্থন করছেন।

গত ৯ জুলাই অনুষ্ঠিত ভোটগ্রহণে ইন্দোনেশিয়ার প্রায় ১৩ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে রাজধানী জাকার্তায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে মোতায়েন করা হয়েছে আড়াইলাখ পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।