ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরীয় প্লেন

‘বিধ্বস্ত হওয়ার কারণ খারাপ আবহাওয়া’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪
‘বিধ্বস্ত হওয়ার কারণ খারাপ আবহাওয়া’ ছবি: সংগৃহীত

ঢাকা: মালির জনবিরল উত্তরাঞ্চলীয় মরু এলাকায় বিধ্বস্ত আলজেরীয় প্লেনের ধ্বংসাবশেষস্থলে পৌঁছেছেন এভিয়েশন বিশেষজ্ঞ ও তদন্তকারীরা।

ধ্বংসাবশেষ পরীক্ষা করে প্লেনটির বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করছেন তারা।

ইতোমধ্যেই প্লেনটির একটি ব্লাকবক্সকে মালির উত্তরাঞ্চলীয় গাও শহরে ফ্রান্সের সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার ফরাসি কর্তৃপক্ষ জানায় খারাপ আবহাওয়ার কারণে প্লেনটি বিধ্বস্ত হতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি তারা।

চলতি মাসে মাত্র আটদিনের ব্যবধানে তিনটি প্লেন দুর্ঘটনা দেখলো বিশ্ববাসী। গত ১৭ জুলাই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় মালয়েশীয় ফ্লাইট এমএইচ-১৭ বিধ্বস্ত হয়ে ২৯৮ আরোহীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই গত বুধবার ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয় একটি তাইওয়ানি প্লেন। প্রাণ হারান এর ৪৮ যাত্রী।

এর ২৪ ঘণ্টা না পেরুতেই বৃহস্পতিবার বিধ্বস্ত হয় এয়ার আলজেরির ম্যাকডোনেল ডগলাস এমডি-৮৩ এয়ারক্রাফটি।

বিধ্বস্ত হওয়ার সময় প্লেনটিতে ১১৮ জন আরোহী ছিলো যার অর্ধেকই ফরাসি নাগরিক।   ছয় ক্রু সহ অপর আরোহীদেরও অধিকাংশই ছিলেন ইউরোপিয়ান।

বারকিনো ফাসোর রাজধানী ওগাদোগো থেকে আলজেরিয়ার রাজধানী আলজির্য়াস যাওয়ার পথে উড্ডয়নের ৫০ মিনিট পর বিধ্বস্ত হয় প্লেনটি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।