ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদো জোকো উইদোদো

ঢাকা: ফার্নিচার ব্যবসায়ী জোকো ‍উইদোদোকেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

গত ৯ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে দেশটির ১৩ কোটি ৩০ লাখ ভোটারের মধ্যে তিনি পেয়েছেন ৫৩ শতাংশ ভোট।



তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেনারেল প্রবাও সুবিয়ান্তো পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। মঙ্গলবার রাতে নির্বাচনের এই ফল ঘোষণা করে ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন।
 
এদিকে পরাজিত প্রার্থী সুবিয়ান্তো নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছেন। মঙ্গলবার ফল ঘোষণার আগেই নির্বাচনী ফলাফলকে প্রত্যাখ্যান করেন তিনি।

এদিকে মঙ্গলবার রাতে ভোটের ফলাফল ঘোষণার প্রেক্ষিতে গোটা ইন্দোনেশিয়া জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় নির্বাচন কমিশন অফিসের সামনে।

রাজনীতিতে আসার আগে জোকো উইদোদো ছিলেন ফার্নিচার ব্যবসায়ী। পরবর্তীতে তিনি জাকার্তার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। আগামী অক্টোবরে দেশের দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

জোকো উইদোদোর এ বিজয়কে ধনিক শ্রেণীর বিরুদ্ধে ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের বিজয় হিসেবে দেখা হচ্ছে। ১৯৯৭ সালে দেশটির স্বৈরশাসক সুহার্তোর ক্ষমতাচ্যুতির পর এতদিন ধরে ইন্দোনেশিয়ার শাসকদের সবাই কোনো না কোনো ভাবে রাজধানী জাকার্তাকেন্দ্রিক অভিজাত শ্রেণী ও সেনাবাহিনীর সমর্থনপুষ্ট ছিলো। তবে জোকো উইদোদো এ ধারা ভেঙ্গে দিলেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।