ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গোয়েন্দাগিরির অভিযোগে তুরস্কে ৬৭ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
গোয়েন্দাগিরির অভিযোগে তুরস্কে ৬৭ পুলিশ কর্মকর্তা গ্রেফতার ছবি: সংগৃহীত

ঢাকা: তুর্কি কর্তৃপক্ষ দেশটির কয়েক ডজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে। অনৈতিকভাবে প্রধানমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তা ও রাজনীতিকদের ফোনে আড়ি পাতা সহ গোয়েন্দাগিরির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতার হওয়া ৬৭ পুলিশ কর্মকর্তার মধ্যে ইস্তাম্বুলের দুইজন সাবেক পুলিশ প্রধানও রয়েছেন।

মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তুরস্কের সবচেয়ে বড় নগরী ইস্তাম্বুল ছাড়াও রাজধানী অাঙ্কারা, ইজমির ও দিয়াবাকিরে চলে এই গ্রেফতার অভিযান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি, অবৈধ ভিডিও টেপ ধারণ, সরকারি নথিপত্র জাল, এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

ইস্তাম্বুলের পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে মোট এ ঘটনায় মোট ১১৫ জনকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করা হয়। তাদের মধ্যে ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে,যুক্তরাষ্ট্রে নির্বাসিত দেশটির প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব ফেতুল্লাহ গুলেন ও তার সমর্থকদের সঙ্গে তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোগানের চলমান বিরোধের জেরে এ গ্রেফতার অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার হওয়া পুলিশ কর্মকর্তারা গুলেনের সমর্থক হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।