ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে কয়েদিবাহী গাড়িবহরে হামলা, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, জুলাই ২৪, ২০১৪
ইরাকে কয়েদিবাহী গাড়িবহরে হামলা, নিহত ৬০

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের কাছে কয়েদি বহনকারী গাড়ি বহরে বন্দুকধারীদের হামলায় নয় পুলিশ সদস্যসহ অন্তত ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

হতাহতের সংখ্যাব বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, আসামিদের বহনকারী গাড়িবহর তাজি শহর থেকে রাজধানী বাগদাদের দিকে যাওয়ার সময় রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায় বন্দুকধারীরা।

বার্তা সংস্থা এএফপি জানায়, গাড়িবহরে হামলার আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তুমুল সংঘর্ষ হয়।

ইরাকি কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানান, তাজির সামরিক ঘাঁটিতে মর্টারের গোলা নিক্ষেপের পর বেশ কিছু সন্দেহভাজন জঙ্গি আসামি পালিয়ে যায়। তবে এর মধ্যে বেশ কিছু ‍আসামিও নিহত হয়।

এছাড়া, হামলায় ক’জন বন্দুকধারী নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ