ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১১৬ যাত্রীবাহী আলজেরিয়ান উড়োজাহাজ ‘নিখোঁজ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
১১৬ যাত্রীবাহী আলজেরিয়ান উড়োজাহাজ ‘নিখোঁজ’ ছবি: (ফাইল ফটো)

ঢাকা: ১১৬ জন আরোহী নিয়ে পশ্চিম মধ্য আফ্রিকার দেশ বুর্কিনাফাসোর রাজধানী ওয়াগাদৌগৌ থেকে উড্ডয়নের ৫০ মিনিট পর থেকে আলজেরিয়ার এয়ার আলজেরির একটি উড়োজাহাজ নিখোঁজ রয়েছে। উড়োজাহাজটি ওয়াদৌগৌ থেকে দুর্গম সাহারা মরুভূমি অতিক্রম করে আলজেরিয়ার ভূ-মধ্যসাগর তীরবর্তী রাজধানী আলজিয়ার্স যাচ্ছিল।



সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার দুপুরে জানিয়েছে, এএইচ৫০১৭ নং আন্তর্জাতিক ফ্লাইটটি উড্ডয়নের পৌনে এক ঘণ্টারও বেশি সময় পর থেকে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়েছে।

এয়ার আলজেরির উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আলজেরি প্রেস সার্ভিস (এপিএস) জানিয়েছে, বৃহস্পতিবার ওয়াদৌগৌ থেকে আলজিয়ার্সগামী উড়োজাহাজটি উড্ডয়নের ৫০ মিনিট পর থেকে বিমান পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে এটির সবরকমের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এয়ার আলজেরি প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে চার ঘণ্টা দূরত্বের ওয়াদৌগৌ-আলজিয়ার্স রুটে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এএইচ৫০১৭ উড়োজাহাজটির ভাগ্য অনুসন্ধানে জরুরি কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রতিষ্ঠানটির একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, পর্তুগিজ প্রতিষ্ঠান থেকে কেনা ডিসি-৯ উড়োজাহাজটিতে ১৩৬ জন যাত্রী বহন করা হয়ে থাকে।

অবশ্য, উড়োজাহাজটির মালিক স্প্যানিশ এয়ারলাইন সুইফটএয়ার নিশ্চিত করেছে, নিখোঁজ উড়োজাহাজটিতে ১১০ যাত্রী ও ৬ জন ক্রু রয়েছেন।

এছাড়া, উড়োজাহাজটির সঙ্গে সর্বশেষ আন্তর্জাতিক সময় বুধবার দিনগত রাত ০১টা ৫৫ মিনিটে সর্বশেষ যোগাযোগ করা হয় এবং আন্তর্জাতিক সময় রাত ৪টা ১০ মিনিটে এটির অবতরণ করার কথা ছিল বলে জানায় সুইফটএয়ার।

এয়ার আলজেরি জানায়, স্থানীয় সময় বুধবাবার দিনগত রাত ০১টা ১৭ মিনিটে এএইচ৫০১৭ উড্ডয়ন করে এবং স্থানীয় সময় ভোর ০৫টা ১০ মিনিটে অবতরণ করার কথা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আলজিয়ার্স-বামাকো রুটে চলাচলকারী বিপরীত দিক থেকে আসা একটি উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি এড়াতে এএইচ৫০১৭ এর পাইলটকে নির্দেশনা দেওয়ার সময় উড়োজাহাজটি গন্তব্য আলজেরিয়া সীমান্তের খুব বেশি দূরে ছিল না। অর্থাৎ রুট পরিবর্তন করার পরই উড়োজাহাজটি নিখোঁজ হয়ে যায়।

উড়োজাহাজটির আরোহীদের মধ্যে বেশিরভাগই আলজেরিয়ান নাগরিক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪/আপডেট: ১৭২২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।