ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে ফ্লাইটের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
ইসরায়েলে ফ্লাইটের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

উড়োজাহাজ চলাচলে ইসরায়েলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে তেল আবিবে আর বাণিজ্যিক ফ্লাইট পাঠাবে না যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।



মূলত ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়র এয়ারপোর্টের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মঙ্গলবার গাজায় হামলায় ‘শাস্তি’ হিসেবে এফএএ তেল আবিবের ওপর প্রথম নিষেধাজ্ঞার কথা জানায়। গাজা ও ইসারায়েলের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।

এছাড়া তিনটি ফেঞ্চ ও জার্মান এয়ারলাইনস (এয়ার বার্লিন ও লুফতানসাসহ) তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করেছে। চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতি বিবেচনায় দেশ দুটি এ সিদ্ধান্ত নেয়।

এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।