ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ৩ ‘ধর্ষক’কে ধুমসে পেটালো জনতা, মৃত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪
ভারতে ৩ ‘ধর্ষক’কে ধুমসে পেটালো জনতা, মৃত ১

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে সাত বছর বয়সী এক শিশুমেয়েকে ধর্ষণের পর গাছে ঝুলিয়ে হত্যার অভিযোগে এক তান্ত্রিকসহ তিন জনকে বেধড়ক পিটিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় এক অভিযুক্ত হাসপাতালে মারা গেছে।

মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছে বাকি দু’জন।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, পশ্চিমবঙ্গের কালিয়াবাজারের একটি গ্রামে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৃহস্পতিবার বিকেলে ওই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় জনতা।

এই ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে রতন দাশ নামে ওই তান্ত্রিকের বাড়ি ঘেরাও দেয় জনতা। এরপর রতনসহ তার দুই সহযোগীকে ধুমসে পিটিয়ে পুলিশে খবর দেয়। এর মধ্যে রতনের বসতিতে অগ্নিসংযোগও করে জনতা।

তিন অভিযুক্তকে মুমূর্ষু অবস্থায় পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে একজনের মৃত্যু হয়। বাকি দু’জনকে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রামবাসীর অভিযোগ, শিশুটির ধর্ষণ ও হত্যাকাণ্ডে তান্ত্রিক ও তার দুই সহযোগী জড়িত।

পূর্ব মেদেনীপুরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সুকেশ কুমার জয় সাংবাদিকদের জানান, ওই শিশুর পরিবার অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।