ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪
গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ঢাকা: মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। ইসরায়েলি আগ্রাসনের ১৯তম দিন বিকেল পর্যন্ত ফিলিস্তিনি অঞ্চলটিতে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।

ইসরায়েলের উপর্যুপরি বোমা হামলা ও মর্টারের গোলা থেকে গাজাবাসীর কেউই রেহাই পাচ্ছে না।

ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ স্থানীয় সময় বিকেলে জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত ৮ জুলাই ইসরায়েল হামাস সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত আহত হয়েছে ৫ হাজার ৮৭০ জন। অন্যদিকে হামাসের রকেট হামলায় ৩৮ জন ইসরায়েলি নিহত হয়েছে।

গাজায় এখন ১২ ঘণ্টার যুদ্ধবিরতি চলছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে (বাংলাদেশ সময় বেলা ১১টা) থেকে পরবর্তী ১২ ঘণ্টার জন্য ইসরায়েল-হামাস যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের অনুসন্ধানের মতো মানবিক কারণে এই যুদ্ধবিরতি চলছে।

দীর্ঘমেয়াদের শান্তি আলোচনার জন্য প্যারিসে আন্তর্জাতিক সংলাপ শুরু হচ্ছে। কেরির নেতৃত্বে সেখানে তুরস্ক, কাতার ও ইউরোপীয়ান বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

কেরি গত এক সপ্তাহ ধরে গাজায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফর করছেন। শুক্রবার তিনি মিসরে পৌছান।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪

** গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত ৯৪০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।