ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হঠাৎ নদীর পানি রক্তলাল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
হঠাৎ নদীর পানি রক্তলাল! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হঠাৎই নদীর পানি রক্তলাল হয়ে উঠলো। পূর্ব চীনের একটি নদীতে এই রহস্যময় ঘটনা ঘটেছে।

ঝেজিয়াং প্রদেশের বাসিন্দারা জানালেন, ভোর ৫টার দিকেও তারা নদীর পানি স্বাভাবিক দেখেছেন। কিন্তু এরপর এক ঘণ্টার মধ্যে পুরো নদীর পানি লাল হয়ে যায়। এছাড়াও তারা সেখানকার বাতাসে অদ্ভুত একটা গন্ধও পাচ্ছেন।

বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ ভীর করতে থাকে রক্তলাল পানি ভর্তি নদীর তীরে। ওয়েনঝো পরিবেশ সংরক্ষণ ব্যুরোর পরিদর্শকরা এই ঘটনার কোনো কারণই খুঁজে পাচ্ছেন না। যদিও পানি দেখে মনে হচ্ছে অবৈধ কোনো বস্তু নদীতে ঢেলে দেওয়ার কারণেই এমনটা হয়েছে। হতে পারে তা কৃত্রিম রং।

ব্যুরোর প্রধান জিয়ানফেং জিয়াও বলেন, টাইফুনের সংকেত থাকায় কেউ হয়তো সুযোগ নিয়ে রংগুলো ঢেলে দিয়েছে। ভেবেছিলো প্রবল বর্ষণে রং ভেসে যাবে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নদীর তীর ধরে বেশ কয়েকটি কাগজ, খাবারের রং ও পোশাক তৈরির কারখানা রয়েছে। কাজটি তাদেরই কারও হতে পারে, বলেন জিয়ানফেং।

বাংলাদেশ সময় ১১০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।