ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম পাকিস্তানি নারী হিসেবে ছুঁলেন সপ্তচূড়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
প্রথম পাকিস্তানি নারী হিসেবে ছুঁলেন সপ্তচূড়া

ঢাকা: নামটি মনে রাখুন- সামিনা বেগ। প্রথম পাকিস্তানি নারী হিসেবে সাতটি দেশের সাতটি সর্বোচ্চ চূড়ায় তার পা পড়েছে।

গত আট মাসে এই প্রতিকূল অভিযান শেষ করেন তিনি।  

রোববার পাকিস্তানের ডন অনলাইনের খবর অনুযায়ী, ২৩ বছরের সামিনা মাউন্ট এভারেস্টসহ জয় করেছেন পৃথিবীর উচ্চতম সাত শৃঙ্গ। গত ২০১৩ সালের মে মাসে শুরু হয় তার এ দুঃসাহসিক অভিযান।

এ অভিযানে সহযাত্রী হিসেবে ছিলেন তার ভাই মির্জা আলি। আলি অবশ্য আলাস্কার পর রাশিয়া পর্যন্ত তার সঙ্গে ছিলেন। তারা একসঙ্গে জয় করেন ইউরোপের সর্বোচ্চ পর্বত ও রাশিয়ার ৫ হাজার ৬৪২ মিটারের ‍মাউন্ট এলব্রুস।



সামিনার অভিযানটি ছিল কূটনৈতিক মিশনের একটি অংশ। বেশ কিছু দূতাবাস ও পাকিস্তানের বাইরের পর্বতারোহীদের উদ্যোগে তিনি এ অভিযান শেষ করেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা মেলেনি তার।

পাকিস্তানের সর্বোচ্চ পর্বত হুনজা ভ্যালি জয়ের পর এই দুই পর্বতারোহী ছোঁন মাউন্ট ম্যাককিনলের শৃঙ্গ। গত ৩ জুলাই তারা আলাস্কার ৬ হাজার ১৬৮ মিটারের এ পর্বত জয় করেন।

এদিকে আরেক দিক দিয়ে ইতিহাসে স্থান করে নিলেন সামিনা। প্রথম পাকিস্তানি নারী হিসেবে উত্তর আমেরিকার সর্বোচ্চ চূড়া জয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।