ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডার সৈকতে প্লেন বিধ্বস্ত, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪
ফ্লোরিডার সৈকতে প্লেন বিধ্বস্ত, নিহত ১

ফ্লোরিডা সমুদ্র সৈকতে একটি ছোট আকারের উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে সৈকতে ঘুরতে আসা এক বাবা নিহত ও তার নয় বছরের মেয়ে গুরুতর আহত হয়েছে।


ফক্স নিউজ এক প্রতিবেদনে জানায়, উড়োজাহাজটির পাইলট ও তার একমাত্র যাত্রী অক্ষত আছেন। রোববার স্থানীয় সময় দুপুর পৌনে তিনটার দিকে ফ্লোরিডার ভেনিস বিচে এ ঘটনা ঘটে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) একজন মুখপাত্র ক্যাথলিন বার্জেন বার্তা সংস্থা এপি’কে এক ই-মেইলে জানান, এফএএ এই ঘটনার তদন্ত করছে। তিনি বলেন, প্লেনটির জ্বালানি শেষ হয়ে গেলে ভেনিসের ক্যাসপারসেন বিচে অবতরণ করে। এরপরের কোনো তথ্য তার জানা নেই।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ‍জুলাই ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।