ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা (ভিডিও)

সৈয়দ আনাস পাশা, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা (ভিডিও) ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

ঢাকা: কয়েক ঘণ্টা বাদেই পালিত হবে মুসলিম ধর্মালম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। তার আগেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।



সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি সারা বিশ্বের মুসলিমদের ঈদ উদযাপনে আমার সর্বোচ্চ শুভেচ্ছা পাঠাতে চাই।

রমজান মাসের গুরুত্ব নিয়ে তিনি বলেন, এ রমজানে ব্রিটিশ মুসলিমরা দেখিয়েছেন প্রকৃত ইসলাম আসলে কী।

আমরা দেখেছি, পবিত্র এ মাসে কীভাবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। মুসলিমরা পানাহার থেকে বিরত ও ইবাদতের মাধ্যমে নিজেকে সমর্পণ করেছেন তার সৃষ্টিকর্তার কাছে, যোগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এটা বেশ চমৎকার! অসংখ্য ব্রিটিশ মুসলিমের সাথে অন্যান্য বিশ্বাসীরাও বিশেষ দিন হিসেবে এটি পালন করবেন। আবারও ঈদ মুবারক, বলে শেষ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।