ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের আকাশে ফ্লাইট চালানো বন্ধ করছে এমিরেটস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪
ইরাকের আকাশে ফ্লাইট চালানো বন্ধ করছে এমিরেটস

ঢাকা: সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরাকের আকাশ সীমা দিয়ে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে যাচ্ছে এমিরেটস। দেশটির আকাশ সীমা এড়াতে ইতোমধ্যেই বিশ্বের অন্যতম বৃহৎ এই বিমান সংস্থাটি বিকল্প রুটের সন্ধান করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



জানা গেছে, ইউক্রেনে সম্প্রতি মালয়েশীয় এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ ভূপাতিত হওয়ার প্রেক্ষিতে যুদ্ধকবলিত ইরাকের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বিমান সংস্থাটি।
 
এমিরেটসের প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক বলেন, এমএইচ১৭ বিধ্বস্ত হওয়ার পর থেকে সব বদলে গেছে। তিনি মনে করেন অন্যান্য বিমান সংস্থাও তাদের পদক্ষেপ অনুসরণ করবে।

ইরাকের বর্তমান অবস্থা সুবিধাজনক নয় বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।