ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গার্লফ্রেন্ডের দেড়মাস বয়সী শিশুকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৪
গার্লফ্রেন্ডের দেড়মাস বয়সী শিশুকে হত্যা

গার্লফ্রেন্ডের দেড়মাস বয়সী শিশুকে জুতা ও প্লাস্টিকের বোতল দিয়ে পিটিয়ে হত্যার করেছে পাষণ্ড এক যুবক। যুক্তরোজ্যের সাউথ ওয়েলসে সম্প্রতি এ ঘটনা ঘটে।

তবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। খবর গার্ডিয়ান।

ঘটনার দিন রাতে ডোন্না সালক সন্তান প্রসবের পর প্রথমবারের কাজের জন্য বাইরে বের হন। দেড়মাস বয়সী সালক আলফিকে বাড়িতে দেখাশুনার দায়িত্ব দিয়ে যান মা। পেশায় মোটরসাইকেল মেক্যানিক পিয়ার্স শিশুটিকে হত্যার করে প্রথমে গার্লফ্রেন্ড সালককে এসএমএস ও পরে ৯৯৯ নাম্বারে ফোন করে জানায়, আলফি শ্বাস নিতে পারছে না।

প্যারামেডিকস বাড়িতে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়। ময়নাতদন্ত রিপোর্টে ধরা পড়ে শিশুটির মুখ, মাথা ও বুক ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তার নিশ্চিত করে বলেন, শিশুটিকে পিটিয়েই হত্যা করা হয়েছে।

.তবে পিয়ার্স জানান, আলফি কিভাবে আহত হলো সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। তার দাবি, ৩০ সেকেন্ডের জন্য বাইরে গিয়ে ফিলে এসে আলফির এই অবস্থা দেখেন।

পরে মামলা হলে পিয়ার্স আদালতে দোষী সাব্যস্ত হয়। হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।