ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

হারিয়ে গিয়ে খুশি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, আগস্ট ৪, ২০১৪
হারিয়ে গিয়ে খুশি!

ঢাকা: বাচ্চারা হারিয়ে গিয়ে কেঁদে-কেটে অস্থির হবে এটাই স্বাভাবিক। কিন্তু নিউইয়র্কের নয় বছরের এক বালক উল্টে হারিয়ে গিয়ে খুশি!

ঘটনাটি এমন- বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানা দেখতে বেরিয়েছিল ছেলেটি।

সেন্ট্রাল পার্ক জু থেকে দুই ঘণ্টার জন্য হারিয়ে যায় সে। এটা নাকি তার জীবনের সেরা সেময় ছিল!

নিউ জার্সির ক্রিস ভিয়াভিসেনসিও নামের এই বালক বাবা-মা ও ছোট বোনের কাছ থেকে শনিবার বিকেলে আলাদা হয়ে যায়। খবর এএফপি’র।

চিড়িয়াখানা থেকে মাইলখানেক দূরে টাইমস স্কয়ারের আশেপাশে তাকে পাওয়া যায়। পুলিশ তাকে খুঁজে পান।

এর আগে তার বাবা-মা হারানোর ব্যাপারে সেন্ট্রাল পার্ক পুলিশের কাছে রিপোর্ট করেন।

ডেইলি নিউজকে হারানো বালক বলে, এটা ছিল আমার জীবনের সবচেয় সেরা দিন। কারণ প্রথমবারের মতো আমি পুলিশ স্টেশন ছিলাম।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।