ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েল-হামাসের ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
ইসরায়েল-হামাসের ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি সংগৃহীত

ঢাকা: মিশরের মধ্যস্থতায় তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা অঞ্চলের ক্ষমতাসীন হামাস। বেসামরিক লোকজন হত্যায় ইসরায়েলের ওপর বিশ্ব সম্প্রদায়ের চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে মিশরের যুদ্ধবিরতির প্রস্তাবে দু’পক্ষের তরফ থেকে এ যুদ্ধবিরতির খবর এলো।



মঙ্গলবার আন্তর্জাতিক সময় ভোর ৫টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। ১৮ শতাধিক বেসামরিক ফিলিস্তিনি ও কয়েক ডজন ইসরায়েলি সৈন্যের প্রাণঘাতী এ যুদ্ধের সমাপ্তি টানতে কায়রোয় পরোক্ষ আলোচনায় বসতেও ইসরায়েল ও ফিলিস্তিনকে আমন্ত্রণ জানিয়েছে মিশর সরকার।

এর আগে অবশ্য, তিনটি যুদ্ধবিরতি হলেও প্রত্যেকবারই সেটা ভেঙে গাজায় হামলা চালিয়ে গেছে ইসরায়েল এবং প্রত্যেক দফায়ই কয়েকশ’ করে বেসামরিক লোক হত্যা করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

হামাস ও ইসরায়েলের নির্ভরযোগ্য সূত্র যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত কর‍ার পাশাপাশি চুক্তি শত্রুপক্ষের লঙ্ঘনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ইসরায়েল নিজেকে নিয়ন্ত্রণ করবে আশাবাদ ব্যক্ত করে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেন, আমরা ৭২ ঘণ্টার মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র মার্ক রেগেভও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে বলেন, আমরা আলোচনার টেবিলে বসতে প্রস্তুত, আবার যেকোনো পরিস্থিতি মোকাবেলায়ও সদা সতর্ক।

গত ৮ ‍জুলাই থেকে শুরু হওয়া এ যুদ্ধে ১৮ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের বেশিরভাগই শিশু। এছাড়া, এ যুদ্ধে ইসরায়েলেরও কয়েক ডজন সেনা নিহত হয়।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, ‍আগস্ট ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।