ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তাদের ইচ্ছাই মেনে নিলো নিয়তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
তাদের ইচ্ছাই মেনে নিলো নিয়তি

ক’জনেরই বা ভাগ্যে মেলে জীবনের শেষক্ষণটি পর্যন্ত দুজনে দুজনার হয়ে থাকার। কিন্তু ক্যালিফোর্নিয়ার এক দম্পতি জীবনের ৬২টি বসন্ত একসাথে কাটিয়ে এই গ্রীস্মে হাতে হাত ধরে এক সঙ্গেই জীবনাবসানের স্বাদ নিলেন।

এক জনের মৃত্যুর চার ঘণ্টার মধ্যেই মারা যান অন্যজন। আর তখনো তাদের হাতে হাতে ধরা। মৃত্যুর পরেও দেখা যায় স্বামী ডন সিম্পসনের ডান হাত বাঁ হাতে শক্ত করে ধরে আছেন স্ত্রী ম্যাক্সিন সিম্পসন।

এই দম্পতির জীবনের শেষ দিনগুলোতে ঘটে অদ্ভুত সব ঘটনা। ডন সপ্তাহ দুয়েক আগে পড়ে গিয়ে কোমড় ভাঙেন। তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। একই সময় ক্যান্সারের সাথে লড়াই করছিলেন স্ত্রী ম্যাক্সিন। তার অবস্থাও তখন সঙ্গীন।

শারীরিক এই অবস্থায় দুই দম্পতি বায়না ধরলেন তারা একসঙ্গে থাকতে চান। পরিবার তাতে বাধ সাধলো না। দুই জনকে নিয়ে রাখা হলো বাড়িতে পাশাপাশি দুই বিছানায়।

হঠাৎ ঘুম ভেঙ্গে স্ত্রীটি দেখতে পান স্বামী তার পাশে। তিনি হাত বাড়িয়ে তার একটি হাত ধরেন। স্বামীর হাত ধরার পর আর বেশি সময় নেননি স্ত্রী তার শেষ নিঃশ্বাসটি ফেলতে। আর স্ত্রী মারা যাওয়ার পর তাকে যখন রুম থেকে বের করার প্রস্তুতি চলছিলো ততক্ষণে মারা যান স্বামীটিও। আর তখনও তারা একে অন্যের হাত ধরা।

পরিবারও যেনো এমনই মৃত্যু চেয়েছিলো। তাদের নাতনী মেলিসা সোলান বললেন, আমি হৃদয় দিয়েই জানতাম, এমনটাই ঘটতে যাচ্ছে। দাদু ও দাদাভাই একসঙ্গেই মারা যাবেন।

বাংলাদেশ সময় ০৯২৯ ঘন্টা, আগস্ট ০৫, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।