ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রশাসনের ঊর্ধ্বতন আরও ২২ পদে রদবদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
প্রশাসনের ঊর্ধ্বতন আরও ২২ পদে রদবদল

ঢাকা: তিন অতিরিক্ত সচিবসহ প্রশাসনের ২২ পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে।


 
এর আগে সোমবার জারি করা আদেশে সচিবসহ ঊর্ধ্বতন ৩০ পদে রদবদল করা হয়। ভারপ্রাপ্ত সচিব নিয়োগসহ এনিয়ে দুদিনে ঊর্ধ্বতন প্রশাসনের ৫২ পদে রদবদল করা হলো।
 
মঙ্গলবার বিকেলে জারি করা আদেশে অতিরিক্ত সচিব পদে তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দারকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক করা হয়।
 
অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অসিত কুমার মুকুট মনিকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়।
 
এছাড়া ওএসডি এস এম শামীম আহমেদকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস করা হয়েছে।
    
যুগ্মসচিব পর্যায়ে ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়। এসব কর্মকর্তাদের মধ্যে পল্লী উন্নয়ন ও ও সমবায় বিভাগের যুগ্মসচিব এম এ হান্নানকে বাংলাদেশ দুগ্ধ উৎপাদন কারি সমবায় ইউনিয়নের (মিল্কভিটা) ব্যবস্থাপনা পরিচালক, জনপ্রশাসনে ন্যস্ত মোহাম্দ নুরুল ইসলামকে বাংলাদেশ জুট মিলস করপোরেশননের (বিজেএমসি) পরিচালক, বিদ্যুৎ বিভাগের সংযুক্ত সাসটেনেবল অ্যান্ড রিনোয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (এসআরইডিএ) সদস্য (জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ), মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট পরিচালক শেখ রফিকুল ইসলামকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব খন্দকার আতিয়ার রহমানকে নিপোর্ট পরিচালক, জনপ্রশাসনে ন্যস্ত আশরাফ আলীকে বাণিজ্য মন্ত্রণালয়ের এটিসিপি প্রকল্পের প্রকল্প পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক একেএম খায়রুল আলমকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন এ এন আহাম্মদ আলীকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের পরিচালক করা হয়।
 
এছাড়া মংলাবন্দরে ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন সাইলো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গাজীউর রহমানকে খাদ্য মন্ত্রণালয়ের এমএফএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব আনিছ আহমেদকে প্রতিযোগিতা কমিশনের সচিব, ওএসডি হাজেরা খাতুন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ফায়কুজ্জামান চৌধুরীকে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পরিচালক, ভূমি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন মো. মনিরুজ্জামানকে বিসিকের পরিচালক, ওএসডি বিকাশ চন্দ্র শাহাকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. খালিদ মাহমুদকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক, ওএসডি ফয়জুল লতিফ চৌধুরীকে জাতীয় যাদুঘরের মহাপরিচালক, ওএসডি মো. কায়সারুল ইসলামকে সাভারের বিপিএটিসি’র এমডিএস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক রীনা পারভিনকে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের জিএম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্মসচিব তপন কুমার ঘোষকে বিএফডিসির পরিচালক করা হয়েছে।
 
এদিকে প্রশাসনের অন্যান্য পদেও বেশ কিছু রদবদল করা হয়। এদের মধ্যে উপসচিব মো. ফারুক আহমেদকে বাংলাদেশ পর্যটন করপোরেশের মহাব্যবস্থাপক (জিএম) পদ থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব করা হয়েছে।
 
অন্য আদেশে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিফ কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. মোরশেদুল আজমকে তার অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়।
 
‌আগামী ১৭ জানুয়ারি অথবা তার যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
 
পৃথক আদেশে কেন্দ্রীয় পুলিশ হাসপতালের সুপারিনটেন্ডেন্ট ডা. একেএম নিয়াজ উদ্দিনের অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে একই পদে আবার দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হয়েছে।
 
গত ১ ডিসেম্বর অথবা যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
 
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হিসেবে নিয়োজিত ডা. মো. সিরাজুল ইসলামকে আগের চুক্তির ধারাবাহিকতায় দুই বছরের জন্য নিয়োগ করা হয়েছে।
 
গত ৬ জুলাই অথবা যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য একই পদে দায়িত্ব পালন করবেন।

এছাড়া বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস বণিক গৌর সুন্দরকে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রক্রিমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনিস্টিটিউশনালাইজেশন প্রকল্পের সর্ট-টিম কারিকুলাম কনসালটেন্ট পদে নিয়োগ করা হয়।

** সচিবসহ প্রশাসনের ৩০ পদে রদবদল

বাংলাদেশ সময় : ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।