ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাতার এয়ারের ফ্লাইট ম্যানচেস্টারে অবতরণ, হুমকিদাতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
কাতার এয়ারের ফ্লাইট ম্যানচেস্টারে অবতরণ, হুমকিদাতা গ্রেফতার

ঢাকা: উড়োজাহাজে সন্দেহজনক ডিভাইস (যন্ত্র) রয়েছে এমন হুমকির পর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট যুদ্ধ বিমানের প্রহরায় ইংল্যান্ডের ম্যানচেস্টারে অবতরণ করেছে।

এ ঘটনায় ব্রিটিশ পুলিশ সন্দেহভাজন এক যাত্রীকে আটক করেছে।



আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, বৈমানিক উড়োজাহাজের ভেতরে সন্দেহজনক ডিভাইসের হুমকি পান। বিষয়টি বৈমানিক যথাযথ কর্তৃপক্ষকে জানালে ব্রিটেনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়। এ জন্য বিমানবন্দরটি ২৫ মিনিট বন্ধ ছিল।
 
ফ্লাইটটি (কিউআর ২৩) ২৬৯ জন যাত্রী ও ১৩ জন ক্রুসহ কাতারের রাজধানী দোহা থেকে ম্যানচেস্টার যাচ্ছিল।
 
বাংলাদেশ সময়: ২১২৬ ঘন্টা, আগস্ট ৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।