ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় ৪ বাংলাদেশি নিহত

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
লিবিয়ায় ৪ বাংলাদেশি নিহত

ঢাকা: লিবিয়ায় পৃথক দুটি মিসাইল হামলায় চার বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার বিভাগের সহকারী সচিব দয়াময়ী চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।



নিহতদের মধ্যে দুইজনের নাম জানিয়েছে মন্ত্রণালয়। তারা হলেন, নরসিংদীর জাহাঙ্গীর মনির ও যশোরের মিলন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির রাজধানী ত্রিপোলির সিরাজ এলাকায় মঙ্গলবার মিসাইল হামলায় দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

এদিকে ৩০ জুলাই এ ধরনের ঘটনায় বেনগাজিতেও আরো দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১২শ’ কিলোমিটার ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের বিস্তারিত তথ্য পাওয়া যানি।

যত দ্রুত সম্ভব নিহতদের লাশ দেশে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।