ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির সময় বাড়াতে চায় না হামাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
যুদ্ধবিরতির সময় বাড়াতে চায় না হামাস সংগৃহীত

তিনদিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে শুক্রবার সকালে। এর আগেই হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ইসরায়েল।

সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে হামাস।

হামাস জানায়, গাজায় জাহাজ চলাচলে পোতাশ্রয়ে খুলে দেওয়ার মতো অনেক দাবি ইসরায়েল মেনে নেয়নি। তাই তারা যুদ্ধবিরতিতে যেতে রাজি নন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, শুক্রবার সকাল থেকে গাজার জঙ্গিরা ১০টি রকেট ছুঁড়েছে। আশকেলোন শহরে আয়রন ডোম ব্যবহার করে একটি রকেট প্রতিহত করা হয়েছে। বাকিগুলো উন্মক্ত স্থানে পড়েছে।

তবে হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।

হামাসের এক মুখপাত্র জানান, ফিলিস্তিনি মধ্যস্থকারীরা মিসরের কায়রোতে ইসরায়েলি মধ্যস্থতাকারীদের সঙ্গে পরোক্ষ সংলাপে মিলিত হচ্ছেন। যে পর্যন্ত হামাসের দীর্ঘমেয়াদী দাবিগুলো পূরণ না হবে সে পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না।

মুখপাত্র জানান, তার সংগঠন ‘দীর্ঘ মেয়াদে’ যুদ্ধে যেতে প্রস্তুত।

এদিকে ইসরায়েল অভিযোগ করছে, শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় যুদ্ধবিরতির সময় শেষ হলে গাজা থেকে কয়েকটি রকেট ছোঁড়া হয়েছে তাদের লক্ষ্য করে। তাদের দাবি এখন পর্যন্ত তারা হামলার জবাব দেয়নি।

ফিলিস্তিনি পদস্থ কর্মকর্তার বলেন, ৮ জুলাই ইসরায়েলের ‘প্রটেক্টিভ এজ’ অভিযান শুরুর পর এখন পর্যন্ত ১৮৭৫ জন ফিলিস্তিনি মারা গেছেন। হামাসের রকেট হামলা রুখতে ও গাজায় টানেলগুলো ধ্বংস করার নামে এমন হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল।  

জাতিসংঘ বলছে, নিহতের ১৩৪৫ জনই বেসামরিক নাগরিক। এদের মধ্যে ৪১৫ জন শিশু ও ২১৪ জন নারী রয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সরকারের দাবি, দুই বেসামরিক ও এক থাই নাগরিকসহ হামাসের রকেটে তাদের ৬৪ সেনা নিহত হয়েছে।

গত মঙ্গলবার মিসরের মধ্যস্থতায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল-হামাস। মিসর এখন দুই পক্ষকে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।