ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সংসদ বিমুখ সিরিয়াস শচীন, রেখাও তাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
সংসদ বিমুখ সিরিয়াস শচীন, রেখাও তাই শচীন টেন্ডুলকার ও রেখা

ঢাকা: ক্রিকেটের মাঠে শচীন টেন্ডুলকার আর ক্যামেরার সামনে রেখা প্রতিভার অনবদ্য স্বাক্ষর রাখলেও জাতীয় রাজনীতিতে অবদানের ক্ষেত্র সংসদে তাদের ‘অক্ষমতা’ মানতে পারছেন না সহকর্মীরা। ২০১২ সালে ভারতের জাতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য পদে শপথ নেওয়ার পর এ দুই তারকার অধিবেশনে ‘নিয়মিত’ অনুপস্থিতিতে চটেছেন সংসদীয় সহকর্মীরা।



শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) সদস্য পি রাজীব রাজ্যসভার অধিবেশনে বলেছেন, তারা (শচীন-রেখা) যদি ৬০ দিন সংসদে অনুপস্থিত থাকেন, তবে তাদের সংসদ সদস্য পদ বাতিল করা হতে পারে।

তিনি বলেন, গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বিশ্বসেরা ক্রিকেটার শচীন সংসদে উপস্থিত হয়েছেন মাত্র তিনদিন। কিংবদন্তি অভিনেত্রী রেখা এসেছেন মাত্র সাতদিন।

যদিও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বলেছেন, শচীন এখন পর্যন্ত অধিবেশনে ৪০ দিন অনুপস্থিত থেকেছেন এবং রেখা তার চেয়েও কম অনুপস্থিত থেকেছেন, এক্ষেত্রে ‘সংসদীয় আইনের কোনো লঙ্ঘন ঘটেনি’। কোনো সংসদ সদস্য লাগাতার ৬০ দিন অধিবেশনে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে।

সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, হেমা মালিনি ও শত্রুঘ্ন সিনহার মতো তারকারাও সংসদে কম উপস্থিত থাকায় সমালোচনার শিকার হচ্ছেন। এদের মধ্যে শচীনই সবচেয়ে কম থাকছেন সংসদে।

সর্বকালের সেরা ক্রিকেটার শচীন চলতি বছর সংসদের একটি অধিবেশনেও যোগ দেননি। কেবল গত বছর তিন দিন অধিবেশনে ছিলেন তিনি।

২০১২ সালের জুনে শপথ নেওয়ার সময় অবশ্য ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে নিজের সর্বোচ্চটি উজাড় করে দেবেন বলে জানান শচীন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।