ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফ্রান্স টেলিভিশনের দুই সাংবাদিক আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
ইন্দোনেশিয়ায় ফ্রান্স টেলিভিশনের দুই সাংবাদিক আটক

ঢাকা: ফ্রান্সের এক টেলিভিশনের দুই সাংবাদিক ইন্দোনেশিয়ায় আটক হয়েছেন।

পূর্ব ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের খবর সংগ্রহের সময় পুলিশ তাদের আটক করে।



আটক সাংবাদিকেরা হলেন- থমাস ড্যানডোইস (৪০) ও ভ্যালেন্টাইন বোররাট (২৯)। তারা ফ্রাঙ্কো-জার্মান টেলিভিশন চ্যানেল আরটে-র সাংবাদিক।

ইন্দোনেশিয়ার ফ্রেঞ্চ দূতাবাসের এক মুখপাত্র শুক্রবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এ বিষয়ে পুলিশের এক মুখপাত্র সুলিসটিও পুডজো হারটোনো জানান, সাংবাদিক থমাসকে ওয়ামেনা শহরের একটি হোটেল থেকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে ফ্রি পপুয়া মুভমেন্টের (ওপিএম) তিন বিচ্ছিন্নতাবাদী অবস্থান করছিলেন।

তবে অপর সাংবাদিক ভ্যালেন্টাইনের আটক সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেননি। তিনি বলেন, এ দুই সাংবাদিক ট্যুরিস্ট ভিসায় ইন্দোনেশিয়ায় এসেছিলেন। কিন্তু অবৈধভাবে তারা সংবাদ সংগ্রহ করছিলেন।

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সরকার সাধারণত পপুয়া অঞ্চলে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের অনুমতি দেয় না। এ ছাড়া এ অঞ্চলে বিদেশি এনজিওদেরও কাজের অনুমতি দেওয়া হয় না।

পুলিশের মুখপাত্র হারটোনো বলেন, আমরা ফ্রেঞ্চ নাগরিকের কর্মতৎপরতা নিয়ে উদ্বিগ্ন ছিলাম।

তিনি জানান, গত সপ্তাহে গুলিতে পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার পর ল্যানি জয়া জেলার ওই হোটেলটিতে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছিলেন।

এর আগে বিচ্ছিন্নতাবাদীরা দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে।

পপুয়া অঞ্চল সম্পদে সমৃদ্ধ হলেও এ অঞ্চলের লোকজন দারিদ্র্যের মধ্যে বসবাস করেন। এর ফলে কয়েক দশক ধরে ফ্রি পপুয়া মুভমেন্ট (ওপিএম) স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে লড়াই চালিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।