ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কুকুর নির্যাতন করায় গ্রেফতার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
কুকুর নির্যাতন করায় গ্রেফতার! ছবি: সংগৃহীত

ঢাকা: কুকুরকে নির্যাতন করার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে!

সম্প্রতি কুকুরটিকে বিরক্ত করে ‘মজা’ নেওয়ার’ ভিডিচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর লস অ্যাঞ্জেলস কাউন্টির ল্যানচেস্টার শহরের ওই ব্যক্তিকে চিহ্নিত করে শনিবার গ্রেফতার করা হয়।

নির্যাতনের চিত্রধারণকারী লিন্ডসে কুকস সাংবাদিকদের জানান, নিজের শিশু সন্তানকে বাস স্টেশনে অপেক্ষা করার সময় তিনি দেখতে পান এক ব্যক্তি তার পোষ্য কুকুরটিকে নির্যাতন করছে এবং সেটা ‘উপভোগ’ করছে।



কুকসের ভিডিওচিত্রে দেখা যায়, ওই উদোম ব্যক্তি শিকল দিয়ে কুকুরটিকে বেধে হ্যাঁচকা টান দিয়ে বাতাসে তুলে ফেলছিলেন, আর এতে তার পোষা প্রাণীটি চিৎকার করছিল। এরপর কুকুরটিকে রাস্তার মাঝখানে বেশ জোরে আছাড় দিতেও দেখা যায়। পরে কুকুরটি ওই লোকের হাত থেকে ছিটকে গিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

কুকস বলেন, এ ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে ওই লোক আমাকেই বর্ণবাদী গালাগাল শুরু করেন।

এরপর কুকস লস অ্যাঞ্জেলস কাউন্টির সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগকে বিষয়টি জানান।

অভিযোগের প্রেক্ষিতে লস অ্যাঞ্জেলসের নিরাপত্তা বাহিনী ৫৪ বছর বয়সী রবার্ট মার্টিনকে চিহ্নিত করে গ্রেফতার করে।

কাউন্টির শেরিফ’স ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট স্লেড ক্যারিজোসা বলেন, প্রাণী ‍অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

কুকুরটিকে স্থানীয় প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ পরীক্ষা করে জানিয়েছে, এর স্বাস্থ্যের অবস্থা ভালো, খুব বেশি ‍আঘাত পায়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।