ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নারী উত্যক্তকারীকে উচিত শিক্ষা! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
নারী উত্যক্তকারীকে উচিত শিক্ষা! (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: ইভটিজিং বা নারীদের উত্যক্ত করা এখন সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। পুরুষতান্ত্রিক সমাজে উত্যক্তকারী যখন পুরুষ, তখন সমস্যা দূর করতে এগিয়ে আসছেন নারীরাই।



সম্প্রতি ভারতের ব্যাঙ্গালোরের এক নারীকে উত্যক্ত করায় লাথি মেরে তার জবাব দিলেন তিনি।

শুক্রবার ঘটনার আধাঘণ্টা পর উত্যক্তকারীকে লাথি মারার ভিডিওটি তিনি ফেসবুকে পোস্ট করেন।

তিনি বলেন, আমি একজন উত্যক্তকারীকে (ইভটিজার) উচিত শিক্ষা দিয়েছি!  

রোজ সকালে আমি পার্কে দৌড়াতে বের হই। এদিন এক ব্যক্তি আমাকে উত্যক্ত করেন। আমিও তার উচিত জবাব দেই। সেইসঙ্গে একটি এফআইআরও করি। এক্ষেত্রে পুলিশ আমাকে খুব সহায়তা করেছে। খবর এনডিটিভি।


এই সাহসী নারী আরও বলেন, ভিডিওটি আমি নারীদের জন্য ফেসবুকে পোস্ট করেছি। এটা জানাতে যে, আমরা চাইলেই পরিবর্তন হবে!

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।